বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ মহন (২৩) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মহন মেহেরপুর গাংনী উপজেলার কল্যাণপুর (বামুন্দি) মজনু মিয়ার ছেলে।
৩ জুলাই শুক্রবার সকাল পৌনে ৭ টার সময় থানার এস আই পার্থ শেখর ঘোষ, এসআই প্রশান্ত কুমার সাহা, এএসআই মেহেদী হাসান, এএসআই সোহাগ মিয়া কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ নওদাপাড়া ব্রীজের উপর থেকে মহনকে আটক করেন। তার হাতে থাকা বস্তার ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এ বিষয়ে মিরপুর থানার মামলা ০৪(৬)২০২০ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের হয়েছে।মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ফেন্সিডিল আটকের সত্যতা নিশ্চিত করেছে।