কেরাণীগঞ্জে প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মীলনী উৎসব অনুষ্ঠিত।
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরাণীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঘাপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মীলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৮২ সাল থেকে ২০২১সাল পর্যন্ত সকল শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীগণ এতে অংশ নেয়। এউপলক্ষে আজ ২৫ ডিসেম্বর রবিবার সারাদিন বিদ্যালয় প্রাঙ্গণ ছিলো প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনায় মূখর।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিলো স্মৃতিচারণসহ হরেক রকম সব আয়োজন। ছিলো পুরনো ঐতিহ্যের মুরকী-মুড়ির আপ্যায়ণসহ আরো কত কি।
বাঘাপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সংসদ আয়োজিত এ পূণর্মিলনী উৎসবের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো.আবদুল হান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
বাঘাপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি লিটন আরিফুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এইচ. এম রুবেল,বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী মো. আশকর আলী, প্রাক্তন ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মো.আহসান উল্লাহ প্রমুখ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com