শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে কদমতলী আল্লাহ দান নামে একটি রিক্সার গ্যারেজে থামছে না জুয়া, বাড়ছে পারিবারিক অশান্তি। মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার।

কেরাণীগঞ্জের ৫০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার ঘোষনা নসরুল হামিদ বিপু’শাহীন আহমেদ

কেরাণীগঞ্জের ৫০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী
পৌছে দেয়ার ঘোষনা নসরুল হামিদ বিপু’শাহীন আহমে
নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ-
করোনা ভাইরাসে আতঙ্কিত দেশের প্রতিটি জনপদের মানুষ। তাই সংক্রমণ এড়াতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হোম করেন্টাইন কিংবা নিরাপদে থাকার নিমিত্তে অঘোষিত লকডাউন বা বন্ধ করে দেয়া হয়েছে সকল ধরনের ব্যবসা বানিজ্য,কলকারখানা ও দোকানপাট। এতেকরে কর্মহীন হয়ে বিপদে পরেছেন নিন্ম আয়ের মানুষেরা। দেশের এই সংকটময় মূহুর্তে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছেন কেরাণীগঞ্জের মাটি ও মানুষের নেতা বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। ঘোষনা দিয়েছেন উপজেলার ৫০হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার। কেরাণীগঞ্জের এই দুই নেতা কারো কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়াই তাদের ব্যক্তিগত উদ্যোগে ইতিমধ্যেই স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ শুরু করেছেন। আজ ৩১ মার্চ   মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু করছেন তারা।
বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র একান্ত ব্যাক্তিগত সহকারি সচিব ম.ই মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি ও একেবারে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাধ্যমে তালিকা প্রণয়নের কাজ শেষ হয়েছে। সে অনুযায়ী নেতা-কর্মীদের মাধ্যম্যে উপজেলার ১২টি ইউনিয়নেই খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে।
এ ব্যাপারে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে আমরা জনগনের পাশে এসে দাড়াতে চাই। আমরা চাই দলমত নির্বিশেষে কেরাণীগঞ্জের একটি মানুষও যেন একবেলাও অভুক্ত না থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্ববালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নরুল হামিদ বিপু ও আমার নিজস্ব তহবিল থেকে কেরাণীগঞ্জের ১২টি ইউনিয়নের অন্তত ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল,তেল,আলু,পেয়াজ ও লবণ পৌছে দেয়া হচ্ছে। স্থানীয় মসকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ কাজে সহযোগিতা করছেন। তালিকা মোতাবেক প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক আমাদের নেতা-কর্মীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এ সব খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। তাছাড়া করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক সকল প্রকার প্রচার প্রচারনা ও দিক নির্দেশনা মূলক কার্যক্রমও চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরাও এসকল কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host