ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অন্যায়ভাবে শিকল দিয়ে আটক করে রাখা যুবক উদ্ধার ও আটককারীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ অপহরন হওয়া ভিকটিম উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতরের অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৫/১১/২০২১ তারিখ আনুমানিক ১৮:০০ ঘটিকা হতে অদ্য ১৬/১১/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০২:০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হিজলতলা ও শুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে অন্যায়ভাবে আটক করে রাখা ভিকটিম মোঃ হাসান (১৯) কে মধ্যযুগীয় কায়দায় শিকল দিয়ে বাধা অবস্থায় উদ্ধার করে এবং আটককারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সজল (৩৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি লোহার শিকল, ০৩টি তালা, ০২টি চাবি ও ০১ টি মোবাইল ফোন জব্দ করে।
ভিকটিম মোঃ হাসান (১৯) গ্রেফতারকৃত আসামী মোঃ সজল (৩৫) এর পোশাক তৈরির কারখানায় দীর্ঘদিন যাবত দর্জির কাজ করত। বিগত কয়েক মাস যাবত আসামী মোঃ সজল সঠিক সময়ে বেতন পরিশোধ না করায় ভিকটিম মোঃ হাসান (১৯) উক্ত কারখানায় কাজ করতে অসম্মতি জানায়। এতে ক্ষুদ্ধ হয়ে আসামী মোঃ সজল গত ইং ১৪/১১/২০২১ তারিখ আনুমানিক সকাল ১০:২০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পিকার স্কুল এলাকা হতে ভিকটিম মোঃ হাসান (১৯)কে অপহরণ করে আসামী তার উল্লেখিত পোশাক তৈরির কারখানায় নিয়ে মধ্যযুগীয় কায়দায় ভিকটিমকে শিকল দিয়ে ঁেবধে আটকে রাখে। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের বাবা মোঃ গুড্ডু (৪৮) আসামী মোঃ সজল (৩৫) এর নিকট তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে আসামী ভিকটিমের বাবার নিকট ৫০,০০০/- টাকা মুক্তিপন দাবী করে। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ গুড্ডু (৪৮) নিরুপায় হয়ে র্যাব-১০ এর নিটক অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৫/১১/২০২১ তারিখ আনুমানিক ১৮:০০ ঘটিকায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হিজলতলা সাকিনস্থ সজলের শার্ট ও থ্রী পিচের কারখানায় অভিযান পরিচালনা করে মধ্যযুগীয় কায়দায় শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিম মোঃ হাসান (১৯)কে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। র্যাব এর আগমনের সংবাদ পেয়ে আসামী মোঃ সজল (৩৫) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তিতে র্যাব তথ্য ও প্রযুক্তির মাধ্যমে অদ্য ১৬/১১/২০২১ তারিখ রাত আনুমানিক ০২.০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা হতে আসামী মোঃ সজল (৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পরিকল্পিত ভাবে ভিকটিম মোঃ হাসান (১৯)কে উক্ত কারখানায় অন্যায়ভাবে আটকে রেখে মারধর করে মধ্যযুগীয় কায়দায় শিকল দিয়ে বেঁধে রেখেছিল এবং ভিকটিমের মুক্তির জন্য ভিকটিমের বাবার নিকট ৫০,০০০/- টাকা মুক্তিপন দাবী করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করেছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com