বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শামীম আহম্মেদ:
কেরাণীগঞ্জের জিনজিরা পীএম পাইলট স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যালয় মাঠে বাৎসরিক এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ম.ই মামুনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান প্রধান ড.মো.আবুবকর ছিদ্দিক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সাহেদ জামান দুলাল,সানোয়ার হোসেন বুলবুল,আকতার জিলানী খোকন, সহকারি প্রধান শিক্ষক প্রভাতী সরকার মো.মিজানুর রহমান, সহকারি প্রধান শিক্ষক দিবা মো.আব্দুল মান্নান, নেহার আফরোজ, নাসিমা আক্তার তুলি,নূর কাশেম শেখ, মো.রুহুল আমিন, মো.ফারুক হোসেন, শফিউল্লাহ জুয়েল প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সমগ্রী তুলে দিয়ে তাদের উজ্জল ভবিষৎ কামনা করেন। #