সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
কেরাণীগঞ্জে ডায়াবেটিক রোগীদের মাঝে
বিনামূল্যে চিকিৎসা প্রদান
শামীম আহম্মেদ .
কেরানীগঞ্জে ৫ শতাধিক ডায়াবেটিকস রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ ১২নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কেরাণীগঞ্জ স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে স্থানীয় শাক্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কেরাণীগঞ্জ স্বস্থ্য সেবা কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডায়াবেটোলজিষ্ট ডা. মো.শাহীনুর রহমান খানের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী মো.সালাহ উদ্দিন লিটন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কেরাণীগঞ্জ স্বস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক,ডাঃ শাফকাত হায়দার চৌধুরী, ডা. ফাইযা ফাহমিদা,ডা.অনিকা রাহাত, ডা.শাহীন আফরোজ,ডা.বিপাশা(পুষ্টিবিদ) প্রমূখ।
দিনব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ৫ শতাধিক ডায়াবেটিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। এছাড়াও এই কার্যক্রমের মাধ্যমে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রæপ নির্নয় ও ডায়াবেটিস রোগীদের সচেুনতামুলক পরামর্শ প্রদান করা হয়। #