কেরাণীগঞ্জে দুটি অটোরিক্সায় আগুন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকা জেলার কেরাণীগঞ্জে ২টি ব্যাটারী চালিত অটো রিক্সায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে রিক্সা দুটি পুরে ছাই হয়ে গেছে। রিক্সা দুটিতে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শনিবার বিকেলে কেরাণীগঞ্জ উপজেলার ঢাকা নবাবগঞ্জ সড়কের এলাকায় ও ঢাকা-মাওয়া এক্সপ্রেস ঝিলমিল এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর চালকদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অটো রিক্সা দুটি পুরে ছাই হয়ে যায়। রেড রোজ কমিটির সেন্টার নেকরোজবাগ এলাকার রিক্সা চালক মোঃ হেলাল বলেন, আমি রিক্সা রেখে প্রস্রাব করার জন্য রাস্তার পাশে যাই। তখন কয়েকজন লোক এসে চিৎকার দিয়ে বলেন সৈনিক জিয়া এরপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।পরে তারা দৌড়ে পালিয়ে যায়।আমি গরিব মানুষ ভাড়ায় রিক্সা চালাই। এখন এই রিক্সার দাম আমি কেমনে দিমু।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর
রশিদ জানান, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে হয়তো একটি মহল এমন কাজ করেছে। যে বা যারা এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন আমরা তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনা আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আশিকুর রহমান মুন্সী, ওসি তদন্ত খালেদুর রহমান সহ মডেল থানা পুলিশ
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com