বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪জন।
নিজস্ব প্রতিবেদ।
কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ২০ পিস ইয়াবসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইদুল ইসলাম রুপালী বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, কেরাণীগঞ্জ মডেল থানার মুক্তিরবাগ এলাকার রফিক মিয়ার ছেলে মোঃ সাজু আহম্মদ(২৯), বাকা চড়াইল এলাকার নবাব মিয়ার ছেলে মোঃ জুয়েল (৪৬), বোরহানীবাগ এলাকার মৃত আনিছ খানের ছেলে আনোয়ার খান(৩২) ও মাদারীপুরের কালকিনি থানার চর আলিমাবাদ এলাকার আবুলকালামের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৮)।
এবিষয়ে (ডিবি) দক্ষিণের ইনচার্জ জানান, গত শুক্রবার ১৪ মার্চ রাতে বিশেষ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানার বাকা চড়াইল এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সাজু আহম্মদ ও মোঃ জুয়েলকে ২কেজি গাঁজাজাসহ ও বন্দডাক পাড়া এলাকা থেকে মোঃ আনোয়ার খানকে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকা থেকে মোঃ হাবিবুর রহমানকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।