ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা হতে বিয়ারসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব; প্রাইভেট কার জব্দ।
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু
অদ্য ২৪ আগস্ট মঙ্গলবার২০২১ তারিখ আনুমানিক সকাল ০৮:৩০ ঘটিকা র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসানাবাদ পানগাঁও পোট রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম (৩৮) এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৪৮,৩৯০/- (আটচল্লিশ হাজার তিনশত নব্বই) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ প্রাইভেট কারযোগে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com