শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেরাণীগঞ্জে ৬ বছর বয়সী শিশু মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী মঞ্জু কে গ্রেফতার করেছে র‌্যাব।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ০৬ বছর বয়সী শিশু মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী মঞ্জু’কে গ্রেফতার করেছেন র‌্যাব।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র‌্যাব জঙ্গী, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি প্রতারণা ও ধর্ষণের মত ঘৃন্য অপরাধ দমন করে ভুক্তভোগী নিরীহ জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠেছে র‌্যাব।

২। ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ভাড়াটিয়া বাসায় ভিকটিম (০৬) তার মা-বাবার সাথে বসবাস করত। ভিকটিমের মা-বাবা তাকে লেখাপড়া করার জন্য স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় কেজি শ্রেনীতে ভর্তি করেন। গত ১৬/০৭/২০২২ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় ভিকটিমের “মা” ভিকটিম’কে পড়াশুনা করার জন্য মাদ্রাসায় দিয়ে বাসায় চলে আসেন।

৩। একই দিন সকাল ১০:১৫ ঘটিকায় ভিকটিমের “মা” তার মেয়ে (ভিকটিম)’কে টিফিন খাওয়ানো উদ্দেশ্যে মাদ্রাসায় গেলে দেখতে পান ক্লাসের শিক্ষিকা ও সকল ছাত্রীরা টিফিনের জন্য যে যার বাসায় চলে গেছে এবং তার মেয়েও ক্লাসে নেই। ভিকটিমের “মা” তার মেয়েকে খোজাখুজির এক পর্যায়ে ভিকটিমের চিৎকার শুনে মাদ্রাসার কেবিনে সামনে গিয়ে দেখতে পান উক্ত মাদ্রাসার শিক্ষিকার স্বামী মোঃ আবদুল মঞ্জু (৪০) ভিকটিম’কে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে। ভিকটিমের “মা”কে দেখে মঞ্জু ভিকটিম’কে ছেড়ে দিয়ে ভিকটিমের মাকে ধাক্কা মেরে ফেরে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের “মা” চিকিৎসার জন্য ভিকটিম’কে অসুস্থাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

৪। অতঃপর ভিকটিমের “মা” উক্ত বিষয়ে তার স্বামীসহ আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে কেরাণীগঞ্জ মডেল থানায় মোঃ আবদুল মঞ্জু (৪০)’র বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ২৮/৩৪৫ তারিখ ১৭/০৭/২০২২খ্রিঃ, ধারা- নাঃশিঃ নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা।

৫। উক্ত ঘটনার সংবাদ পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অদ্য ২৯ জুলাই ২০২২ খ্রীঃ তারিখ রাজধানী ঢাকার কাফরুল থানাধীন মিরপুর-১৩ সি-বøক এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত ০৬ বছর বয়সী শিশু মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অপরাধে রজুকৃত মামলার পলাতক আসামী মোঃ আবদুল মঞ্জু (৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমকি জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে।

৬। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host