রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৬সদস্য গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরাণীগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা সাদেকসহ ৬সদস্যকে গ্রেপ্তার করেছে কেরাণীগঞ্জ মডেল থানা-পুলিশ।
দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানায় এই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন ঢাকার অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর। তিনি জানান, সংঘবদ্ধ চোর চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানী ও এর আশপাশের এলাকায় মটরসাইকেল চুরি করে আসছিল। পরে চুরি করা মোটরসাইকেলগুলো চাঁদপুরে তাদের একটি গোপন ওয়ার্কশপে নিয়ে খুলে সেগুলোর রুপ পরির্বতন করতো। এরপর ওই মটরসাইকেলগুলো কাস্টমসের নিলামের নামে বিক্রি করতে সংঘবদ্ধ চক্রটি। গত ১২ই এপ্রিল কেরাণীগঞ্জের আরশিনগর এলাকা থেকে কলাপসিবলের তালা ভেঙে দু’টি মোটরসাইকেল চুরি করে চক্রটি।
চুরি যাওয়ার ওই ঘটনা মটরসাইকেলের জিপিআরএস ট্রাকারের সহায়তা গত ১৬ই এপ্রিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে অভিযান চালিয়ে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মটরসাইকেলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা ঢাকা, কুমিল্লা চাঁদপুর ও নোয়াখালিতে অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতা সাদেক সহ আন্তঃজেলা চোর চক্রের ৬সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আবু সাঈদ, মঞ্জুরুল ইসলাম, আমানুল্লাহ ও নুরে আলম। তাদের বিরুদ্ধের দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।