রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ উত্তরা হতে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ৪৮ ঘন্টার মধ্যে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকা হতে উদ্ধার করেছে র‌্যাব-১০। কেরানীগঞ্জে দিনে-দুপুরে বসতবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। কেরানীগঞ্জে হেরোইন ব্যবসায়ী রগকাটা মুন্না ডিবির হাতে গ্রেফতার। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আলাউদ্দিন @ চৌধুনী গ্রেফতার করেছে র‌্যাব-১০। কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন। কালিয়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১জন। আজকের রাত পবিত্র শবে বরাত পালিত হবে। সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর কন্যা’র শুভ বিবাহ সম্পন্ন। মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন, এস আই আবুল কালাম আজাদ। বিরামপুরে আরডিআরএস এর সরকারি সেবা সংক্রান্ত কর্মশালা

কেরাণীগঞ্জে ৮৩ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীক গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৩ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ।

অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মধ্য রাত আনুমানিক ০১:২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি প্রাইভেটকারে করে মাদক বহনকালে আনুমানিক ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম  মো. আক্তার হোসেন (৩৩), পিতা-মা. রুপ মিয়া, সাং-কৃষ্ণপুর, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লা ও ২। মো. কবির হোসেন (৪০), পিতা-মো. বাবুল মিয়া, সাং-মাঝিগাছা, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এছাড়া একই তারিখ ভোর রাত আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মাইক্রোবাসে করে মাদক বহনকালে আনুমানিক ৯,৯০,০০০/- (নয় লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ৩৩ (তেত্রিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো. এমরান @ সুমন (৩০), পিতা-মো. এমদাদুল হক, সাং- দাউদপুর টাং রোড চৌধুরী বাড়ী, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ২। মো. মোস্তফা @ সুমন (৩৪), পিতা-মো. তৈয়ব আলী, সাং-তুলাবাড়ীয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ৩। মো. মেহেদী হাওলাদার (২১), পিতা-মো. এনামুল হাওলাদার, সাং-চরগদনাপুর থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর ও ৪। মোছা. রহিমা আক্তার (৩৪), স্বামী-মো. হালিম শেখ, সাং-উত্তরফুলাতা, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host