কেরাণীগঞ্জ মীরেরবাগ এলাকা হতে
১জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছেন র্যাব।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকা হতে ০১জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ০৩ জানুয়ারি ২০২২ সোমবার আনুমানিক ৬.৪০ ঘটিকা হতে ৮.৩৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ০১ জনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীর পরিহিত প্যান্টের সামনের ডান কোমরে রক্ষিত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয় যার সাথে ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড তাজা এ্যামুনেশন, ০১টি মোবাইল ফোন ও নগদ-৪০০/- (চারশত) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সাকিল হোসেন ওরফে সানি (৩৫), সাং-মীরেরবাগ (হাফিজ উদ্দিনের বাড়ী), থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় মোঃ সাকিল হোসেন ওরফে সানি (৩৫) দীর্ঘদিন যাবত ওয়াইফাই ও ডিস ব্যবসার আড়ালে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছে। এছাড়াও উক্ত এলাকায় বিভিন্ন সময়ে সে অবৈধ অস্ত্র প্রদর্শন করে এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উক্ত লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতারের লক্ষ্যে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মীরেরবাগ সাকিনস্থ সাকিল হোসেনের ওয়াইফাই দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে র্যাবের উপস্থিতি টের পাইয়া একজন লোক পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামী ১। মোঃ সাকিল হোসেন ওরফে সানি (৩৫), কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং একই সাথে অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকাসহ ঢাকা মহানগরের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা এবং একই সাথে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অস্ত্র মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com