কেরানীগঞ্জের কদমতলীতে অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র কদমতলী এলাকায় যানজট নিরসনে রাস্তার ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও টং দোকান চায়ের দোকান ফলের দোকান কাপড়ের দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদের নেতৃত্বে ও মোঃ জাকির হোসেন
পুলিশ ইন্সপেক্টর প্রশাসন
ট্রাফিক দক্ষিণ বিভাগ ঢাকা জেলা।
বৃহস্পতিবার ৬/৬/২০২৪ইং দুপুরে লায়ন মার্কেট থেকে কদমতলী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার অবৈধ দোকানপাটসহ নুর ইসলাম কমান্ডার গোল চত্তর এলাকায় অবৈধ সিএনজি ও প্রাইভেটকার স্ট্যান্ড মোটরসাইকেল উচ্ছেদ করা হয়।
এ সময় অবৈধ দখলদারদের উদ্দেশ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ বলেন আমরা সাধারন জনগনের ট্যাক্সে বেতন পাই,তাদের কোন দুর্ভোগ আমরা মেনে নিব না,সাধারণ জনগণের পথে কেউ বাঁধা সৃষ্টি করলে সে যেই হোক আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এর আগে কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কদমতলীতে অবৈধ দোকানপাট উচ্ছেদের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে আজ এ সমস্ত দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।
মোঃ জাকির হোসেন
পুলিশ ইন্সপেক্টর প্রশাসন
ট্রাফিক দক্ষিণ বিভাগ ঢাকা জেলা।
মো: রাজীব হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন), দক্ষিণ কেরানীগঞ্জ থানা ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com