কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সম্রাট
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেন্দ্রীয় কারাগার
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাত ৮টার সময় র্যাবের কড়া পাহারায় তাকে সেখানে নেওয়া হয়। সম্রাটকে একটি সাদা রঙের মাইক্রোবাসে বহন করে এখানে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রবিবার সকালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গ্রেফতারের পর সম্রাটকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এই প্রসঙ্গে জানতে সিনিয়র জেল সুপার ইমরুল কবীরকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্রাটকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে এবং সামনে ছিল র্যাবের গাড়ি বহর। দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর ওপর দিয়ে কদমতলী-ঢাকা-মাওয়া সংযোগ সড়ক হয়ে ঢাকা-মাওয়া সড়ক দিয়ে র্যাবের পাহারায় সম্রাটকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাত ৮টা ৩ মিনিটের সময় সম্রাটকে বহনকারী মাইক্রোবাস ও র্যাবের গাড়ি বহর কারাগারের প্রথম গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় কারাগারের সামনে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে সম্রাটকে কারাগারের অভ্যন্তরে কোন সেলে রাখা হয়ছে, তা কারা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com