শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে অপহরণের ছয় ঘন্টা পর দুই বছরের তানজিয়া নামের এক শিশুকে উদ্ধার ও সেই সাথে অপহরনকারী তারেক (২০) কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
জানাগেছে, অপহৃত শিশুর বাবা মো: সোহেল জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকায় একটি হোটেল ব্যবসা করেন। সে হোটেলের কর্মচারী হিসেবে কাজ করত সোহেল। বাসায় দুপুরের বাজার দিতে গিয়ে শিশুেকে কৌশলে নিয়ে যায়। পরে হোটেলের অন্য এক কর্মচারীর কাছে ফোন করে মোটা অংকের মুক্তপণ দাবী করে।অপহরনকারী তারেক (২০)
পরে শিশুটির বাবা থানা পুলিশে অবহিত করে।
অপহৃত শিশুটিকে চকবাজারের সোয়ারীঘাট এলাকা থেকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার দুপুরে মনু ব্যাপারীর ঢাল এলাকায় ভাড়া বসবাস করা বাড়ি থেকে শিশুটিকে দুপুর একটার দিকে অপহরণ করে নিয়ে যায় তারেক।
পরে শিশুটির বাবা মোঃ সোহেল থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তি সহায়তায় ছয় ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। আসামীকে বিচারের জন্য আদালতে প্রেরণ হয়েছে।