রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটিপতি নেপথ্যের নায়ক কে এই সিরাজ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃআলমগীর হোসেন
দীর্ঘ কয়েক বছর যাবৎ সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও কেরানীগঞ্জ এলাকায় যেন এর ব্যতিক্রম। অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব । সংশ্লিষ্ট অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে একটি সিন্ডিকেট চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ।
খোঁজ নিয়ে জানা যায়, কেরানীগঞ্জ দারুসসালাম এলাকায় অনেক বাড়ীতে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। তার সব গুলো সংযোগই দিয়েছেন সিরাজ নামে এক ব্যাক্তি। তিনি গ্যাস ঠিকাদার পরিচয়ে মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ কেরানীগঞ্জ দারুসসালাম এলাকায় ঘরে ঘরে পৌছিয়ে দিচ্ছেন অবৈধ গ্যাস সংযোগ । তার এই আধিপত্য রয়েছে কেরানীগঞ্জ দারুসসালাম এলাকাতেও।গ্যাস ঠিকাদার সিরাজের নিজ ৬ তলা ভবনেও অবৈধ গ্যাস-সংযোগের প্রমাণ মিলেছে। তার বিভিন্ন মহল্লায় বাসাবাড়িতে চক্রটি অবৈধ গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অনুসন্ধানে আরো বেরিয়ে আসে, দারুসালাম এলাকাধিন লালমিয়ানগর রোডের পাসেই একটি ২য় তলা রিপিন মিয়ার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ। বাড়িতে দায়িত্বপ্রাপ্ত থাকা ম্যানেজার এক মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান এই বিষয় গ্যাস সিরাজ এর সাথে যোগাযোগ করেন। তিনি আরও বলেন এই বাড়ির গ্যাস সংযোগ সিরাজ দিয়েছেন এবং প্রতি মাসে এই পুরো বাড়ির গ্যাস বিল সিরাজ নিজেই নিয়ে যায়। এই এলাকার প্রায় সবার বাড়ির গ্যাস সংযোগসহ অর্ধশত বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ এর হদিস পাওয়া যায়।