সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বেশ কয়েকটি মামলার আসামী ও চিহ্নিত সন্ত্রাসী মোঃ বিল্লাল (৩২)কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)
র্যাব-১০ মিডিয়া সেল থেকে আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, গতকাল রাত একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরাবাগ এলাকা থেকে বিল্লাল কে গ্রেফতার করা হয়।এসময় তার নিকট থেকে ০১টি ওয়ান শুটার গান, ০৩ (তিন) টি কার্তুজ (গুলি) ও ৫৭ ( সাতান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে
ঢাকা মাওয়া হাইওয়ে বাবুবাজার ব্রিজ ঝিলমিল প্রজেক্ট এলাকার ছিনতাই ও ডাকাতি কাজের সাথে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত বিল্লালের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের ০৫টি মামলা রয়েছে।