রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
কেরানীগঞ্জে অস্ত্র-স্বর্ণালংকারসহ ডাকাত চক্রের ০৫ সদস্য গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র-স্বর্ণালংকারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রেজাউল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ আজিজুল হক , মোঃ বশির পেদা,মোঃ কামাল হোসেন।
আজ কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির এ তথ্য নিশ্চিত করেন। শাহাবুদ্দিন কবির জানান, কেরাণীগঞ্জের ঘাটারচরের বাসিন্দা শাহাআলমের দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তার জরুরী অপারেশনের জন্য বড় বোন নুরুন্নাহার টাকা নিয়ে যশোর হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ঢাকাগামী বাস নুরুন্নাহারকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নতুন রাস্তার মোড়ে (সংযোগ সড়ক) নামিয়ে দেয়। ওদিকে বোনকে রিসিভ করার জন্য শাহাআলম ও তার দুলাভাই আমির হোসেন বাবু নতুন রাস্তায় বোনকে রিসিভ করে তিন জন রাস্তায় কোন গাড়ী না পেয়ে পায়ে হেটে বাবু বাজার ব্রিজের দিকে রওনা হলে ঝিলমিলে পাশ দিয়ে পাসপোরট অফিসের দিকে এগিয়ে যাওয়া মাত্রই পূ্র্ব থেকে উঁৎপেতে থাকা সশস্ত্র ডাকাতদল তাদেরকে অস্ত্রের মুখে টেনে-হিচঁড়ে পার্শ্ববতী খালে নামিয়ে ঝিলমিলের ভিতরে জঙ্গলে নিয়ে সশস্ত্র ডাকাতদল তাদের কাছ থেকে শাহাআলমের কিডনি অপারেশনের জন্য আনা নগদ টাকা, বোনর পরিহিত স্বর্ণালংকা ও দুলাভাইয়ের গলার চেইন অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নিয়ে ডাকাতরা পালিয়ে যাওয়া। পরে শাহাআলম ও তার বোন দুলাভাই একে অন্যের বাধাহাত খুলে ফেলে এবং ৯৯৯ এ কল করে পুলিশের সাহায্য চায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে এ ঘটনায় শাহাআলম বাদী হয়ে (দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নম্বর- ৬৬, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড) একটি ডাকাতির মামলা রুজু করে।
তিনি আরও জানান, উক্ত ডাকাতি মামলার রহস্য উদঘাটনে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত পাঁচ জনকে
নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা মেট্রোর বিভিন্ন এলাকা হতে একে একে গ্রেফতার করা হয়। ডাকাতদের দেওয়া তথ্যমতে লুন্ঠিত স্বর্ণালংকার ক্রয়কারী তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী জামালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের দেওয়া তথ্যমতে ঝিলমিলের জঙ্গল হতে ডাকাতির কাজে ব্যবহৃত অনেক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।