মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে অ্যাম্বুলেন্সে করে গাজা পাচারকারী দুই মাদক ব্যবসায়ী আটক
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরাণীগঞ্জে অভিনব পদ্ধতিতে এ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হাবিবুর রহমান লিটন (৪৩) ও মোঃ জাহাঙ্গীর আলম (৩৩)।গতকাল সন্ধায় র্যাব-১০, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ জানান, মঙ্গলবার সকাল ৯ টার সময় র্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় এ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীসে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে একটি এ্যাম্বুলেন্সে জব্দ করা হয়
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।