কেরানীগঞ্জে অ্যাম্বুলেন্সে করে গাজা পাচারকারী দুই মাদক ব্যবসায়ী আটক
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরাণীগঞ্জে অভিনব পদ্ধতিতে এ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হাবিবুর রহমান লিটন (৪৩) ও মোঃ জাহাঙ্গীর আলম (৩৩)।গতকাল সন্ধায় র্যাব-১০, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ জানান, মঙ্গলবার সকাল ৯ টার সময় র্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় এ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীসে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে একটি এ্যাম্বুলেন্সে জব্দ করা হয়
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com