রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার অধ্যাপক হামিদুর রহমান কমিউনিটি সেন্টারে উপজেলার শুভাঢ্যা, আগানগর ও তেঘরিয়া ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের পরিচিতি সভার আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ।
দক্ষিন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাবলীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্মল চ্যাটার্জি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক রাহুল দাস, সদস্য মিজানুর রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট সাবিনা রহমান শিল্পী ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি প্রমুখ।