কেরানীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর উদ্যোগে জিনজিরা ও কোন্ডা ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের তৃনমূল সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ জননী কমিউনিটি সেন্টার এ অনুষ্ঠিত সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন-এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল চ্যাটার্জী।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ দপ্তর সম্পাদক রাহুল দাস, সদস্য মো. মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা রহমান শিল্পী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব ব্যাপারী, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সহসভাপতি মো. ইব্রাহীম হোসেন ও সহ সভাপতি জহিরুল ইসলাম ,
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহসভাপতি রফিক গাজী ও সোহেল রানা, সাবেক থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ সেলিম আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পলাশ চন্দ্র দাস, স্বাস্থ্য বিষয় সম্পাদক সাবেক উৎপল মুজুমদার প্রমুখ।
এ সময় সভাপতির বক্তব্যে মিরাজুর রহমান সুমন বলেন, বিএনপি দেশে সরকার বিরোধী নানা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। মানুষের মধ্যে বিভেদ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশ্ব পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতের এই অপকর্ম রুখতে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ দক্ষিন কেরানীগঞ্জ শাখার নেতাকর্মীরা সদা প্রস্তুত। তারা জনগণকে ভুল বুঝিয়ে ধোঁকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তাদের সেই অপরাজনীতির দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com