শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
আন্তঃজেলা ব্যাটারী চালিত অটোরিক্সা মিশুক চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার, ৭ অটোরিক্সা উদ্ধার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে থেকে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।তাদের কাছ থেকে ৭ অটোরিক্সা ও মিশুক আটক করা হয়েছে। আসামীরা হলেনঃ মোঃ বিল্লাল হোসেন (৩০), মোঃ আজিম (৩৩)।
৩১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুল ইসলাম এতথ্য তুলে ধরেন। তিনি জানান,এ চক্রটি দীর্ঘদিন অসহায় খেটে খাওয়া মানুষের শেষ সম্বল অটোরিক্সা মিশুক কৌশলে চুরি বা ছিণতাই করে অটোরিক্সার রং বদল করে আকৃতি পরিবর্তন করে অন্যেও কাছে বিক্রয় করিয়া আসছিল। গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কেরানীগঞ্জ মডেল থানার লাকিরচর সাকিনে অনিক সিএনজি পাম্প এর সামনে দুজন অটোরিক্সা বিক্রয় করার জন্য অবস্থান করছে। এসময় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির এর নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ ও এস আই জিয়াউদ্দিন সহ পুলিশের এক চৌকস টিম অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্যকে একটি অটোরিক্সা /মিশুকসহ আটক করা হয়। চোর চক্রের দেয়া তথ্য অনুযায়ী তারা জানায় তাদেও সিন্ডিকেটের আরো সদস্য পার্শবর্তী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন সিরাজপুর বাজার (গরুর হাট সংলগ্ন ) সাইদ এর আটোগ্যারেজ ও লাকিরচর সালামের গ্যারেজ এ আরো ছয়টি অটোরিক্সা আছে। উক্ত তথ্য অনুযায়ী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন সিরাজপুর বাজার (গরুর হাট সংলগ্ন ) সাইদ এর আটোগ্যারেজ থেকে চারটি ও লাকিরচর সালামের গ্যারেজ ২টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
এ কর্মকর্তা আরো জানান, এ অটোরিক্সা চোর চক্রের আরো ৫/৭ টিম রয়েছে। আমরা দুটি চক্রকে আটক করতে সক্ষম হয়েছি বাকি দের আটক করতে অভিযান অব্যাহত আছে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবদ্দিন কবির,কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোং মামুন অর রশিদ, এসআই জিয়াউদ্দিনসহ কেরানীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন
ধৃত আটক আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।