শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে আপন ভাই বিদেশ থাকায় দেবর আপন ভাবিকে জেল থেকে ছাড়া পেয়ে বাসায় এসে শ্লীলতাহানী অভিযোগ উঠেছে।
নিজস্ব প্রতিবেদক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা হাজির হইয়া মোছাঃ সীমা বেগম (৩০), একটি অভিযোগ করেছেন
দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল পূর্বপাড়ার মোঃ শাহিন ওরফে ঝামেলা (২২), পিতা-মোঃ নানটু মিয়ার বিরুদ্ধে মোছাঃ সীমা বেগম (৩০) উক্ত অভিযোগ করেছেন।
,অভিযােগ থেকে জানা যায়, আপন ভাই ভুক্তভোগীর স্বামী-মো: সোহাগ বিদেশ থাকায় জেল থেকে ছাড়া পেয়ে বাসায় এসে বিবাদী ১।মোঃ শাহিন ওরফে ঝামেলা (২২) আপন ভাবিকে শ্লীলতাহানী ঘটনা ঘটা
এই যে আমি মোছাঃ সীমা বেগম (৩০), স্বামী-মোেঃ সোহাগ, সাং-কাওটাইল
পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। বিবাদী ১। মোঃ শাহিন ওরফে ঝামেলা (২২), পিতা-মোঃ
নানটু মিয়া, ২। মোেছাঃ সুমি বেগম (৩০), স্বামী-হান্নান মিয়া, ৩। মোছাঃ শাহিনুর বেগম (৫২), স্বামী-মোঃ
নানটু মিয়া, সর্ব সাং-কাওটাইল পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদের বিরুদ্ধে এই মর্মে
অভিযােগ দায়ের করিতেছি যে, পূর্ব বিরোধের জেজর ধরিয়া উল্লেখিত বিবাদীরা ১১/০৩/২০২৫ খ্রিঃ তারিখ
দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় ঢাকা-জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাওটাইল পূর্বপাড়া সাকিনস্থ।
আমার বসত বাড়ীতে ও বসত ঘরে অনধীকার প্রবেশ করতঃ আমার বাড়ি -ঘর ভাংচুর করিতে থাকে। আমি
প্রতিবাদ করিলে সকল বিবাদীরা আমাকে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নিলা-যফুলা, ছিলা
জখম করে। বিবাদীরা আমার পরিহিত কাপড়-চোপড় টানা হঁচরা করিয়া শ্লীলতাহানী ঘটায়।
আমি ডাক-চিৎকারে আশপাশের লাকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাকে সহ আমার সন্তানদের
জীবনে শেষ করিয়া ফেলার হুমকী দিয়া চলিয়া যায়। পরবর্তীতে ১ নং বিবাদী পুনরায় আমার বসত ঘরে
আসিয়া আমার সহিত শারীরিক মেলামেশা করার চেষ্টা করে। আমি যাক-চিৎকার করিলে সে আমাকে
ছাড়িয়া দিয়া পালাইয়া যায়। ঘটনার বিষয়ে আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করিয়া থানায় অভিযোগ দায়ের
করিতে বিলম্ব হইল।
অতএব, কেরানীগঞ্জের পুলিশ প্রশাসনের মহাোদয় উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয়।