কেরানীগঞ্জে একটি অটো রিকশা গ্যারেজে ভয়াবহ
অগ্নিকাণ্ড।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে একটি অটো রিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
গত রবিবার দিবাগত রাত ২টার দিকে গোলাম বাজার মাছের বাজার এর পাশে রমজান মিয়ার গ্যারেজে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে গ্যারেজে থাকা আটটি অটোরিকশা ও পাঁচটি মোটরসাইকেল পুড়ে গেছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, রাতে অগ্নিকা-ের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেস্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে ধারণা করা হলেও এখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার হত কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।