কেরানীগঞ্জে কলেজ ছাত্রকে ইট দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত চক্রের সদস্যরা।
কেরানীগঞ্জসংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
সন্ধ্যা ঘনিয়ে এলেই কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়ন বড়িশুর বর্মণ পাড়া নদীর তীরে ১৫ থেকে ২০ জনের একটি মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী চক্রের একটি জমজমাট আসর বসে। নদীর মূল রাস্তার পাশে বট গাছের আড়ালে বেড়িবাঁধে মন্দিরের পিছনে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অভয়ারণ্য। গত ৩০ এপ্রিল শনিবার রাত আনুমানিক ১০: ৩০ ঘটিকায় সিদ্ধেশ্বরী কলেজ এন্ড বিশ্ব বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র সিন্গ্ধ বর্মণ (১৮) জরুরি প্রয়োজনে কলম ক্রয়ের জন্য দোকানে যাওয়ার পথে তার পথ প্রতিরোধ করে মোঃ ওমর (আনুমানিক১৮) পিতা মোঃ(সেন্টুমিয়া) নোংরা টিস্যু পেপার নিক্ষেপ ও গালিগালাজ করে। সিন্গ্ধ বর্মণ এর কারণ জানতে চাইলে বাকবিতন্ডার এক পর্যায়ে তার সঙ্গে থাকা১৫/২০ জনের চক্রটি বেদম প্রহার করে। সে সময় মোঃ ওমর ১০ ইঞ্চি ইটিং দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তার সঙ্গী সাথী সহ পালিয়ে যায়। সিন্গ্ধ বর্মণের চিৎকারে আশপাশের জনতা এগিয়ে এসে তাকে প্রথমে স্হানীয় ডাক্তার খানায় প্রাথমিক চিকিৎসা ও পরবর্তীত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) নিয়ে মাথায় তিনটি সেলাই ও অন্যান্য স্হানে মলম পট্টি করান। এই বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com