কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
গরু চুরি করে জবাই, কৃষকলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।
ঢাকার কেরানীগঞ্জে ব্যক্তিগত শত্রুতার জেরে ফুলবাবু নামের এক ব্যক্তির গরু জবাই করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার সময় জনগণ হাতেনাতে মাংস সহ জনি(৫০) কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার রাত ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর আবুল কাশেমের ছেলে জনি চার বছর আগে জমি ক্রয় করে বীরবাঘৈর এলাকায় একটি বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে। সে এলাকাবাসীর কাছে বিভিন্ন সময়ে নিজেকে ডিবি পুলিশ, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা, কখনও ঢাকা জেলা কৃষকলীগের সম্পাদক পরিচয় দিত।ফুলবাবু সন্ধ্যায় মাঠ থেকে গরু গোয়ালে নিয়ে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করলে না পেয়ে মসজিদের মাইকে হারানোর ঘোষণা দেয়। তখন স্থানীয় এক বাচ্চা তাকে জানায় একটি গরু জনি ও তার কয়েকজন সহযোগী বাড়ীর ভেতরে নিয়ে জবাই করছে এমন খবর পেয়ে এলাকাবাসীদের সহায়তায় সেখানে গিয়ে ফুলবাবু নিজের গরুটিকে শনাক্ত করে। পরবর্তীতে গণপিটুনির দিয়ে জনি কে পুলিশে সোপর্দ করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত খালেদুর রহমান জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গরুর গোশত সহ জনি কে গ্রেফতার করি। জনি মূলত একজন প্রতারক সে বিভিন্ন সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কখনও বড় নেতা বিভিন্ন পরিচয় দিয়ে থানায় এসে বিভিন্ন তদবিরের চেষ্টা করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চুরি করে জবাই করার কথা স্বীকার করেছে। অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় জনির কয়েকজন সহযোগী কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com