কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ আবুল কালাম আজাদ।
ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে আগানগর ইউনিয়নের নাগর মহল সাদেক কলোনী এলাকায় মাকসুদা গার্ডেন সিটির সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বস্তাটি খুলে অজ্ঞাত এক নারীর মরদেহের অংশবিশেষ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভিতর থেকে এক নারীর মাথা হাত ও পা বিহীন শুধু দেহের অংশবিশেষ উদ্ধার করেছে। মাথা না থাকায় নিহতের বয়সের আনুমানিক ধারণা করা যায়নি।মরদেহের বাকি অংশ কোথায় রয়েছে এবং কারা কিভাবে এখানে বস্তা ফেলে রেখে গিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com