শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক খুন গলাকাটা মরদেহ লাশ উদ্ধার

 

কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক খুন গলাকাটা মরদেহ লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক, মো: ইমরান হোসেন ইমুন ,

 

কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় শনিবার রাতে দুর্বৃত্তদের হাতে ফাতেমা (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছে। জিয়ানগর এলাকার নিজ বাসা থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
নিহত ফাতেমা ঢাকার কামরাঙ্গীচর থানার চর আলীনগর এলাকার মোঃ বাবুল এর বড় মেয়ে। নিহতের এক ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে ও স্বামী কেরানীগঞ্জের খোলামোড়া বাজারে ডিমের ব্যবসা করেন।

নিহতের হত্যার রহস্য তদন্তে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা ক্রাইম সিন ইউনিট (সিআইডি) কাজ করছেন।

নিহতের স্বজনরা জানায়, ১৫ বছর আগে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকার মৃত মোঃ সওকত আলীর ছেলে আব্দুল সামাদ এর সাথে ঢাকার কামরাঙ্গীর থানার চর আলীনগর এলাকার মোঃ বাবুল মিয়ার মেয়ে ফাতেমা সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে ফাতেমা কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় স্বামী সন্তান নিয়ে নিজ বাসায় বসবাস করতেন। শনিবার রাতে ফাতেমার স্বামী বাড়ী ফিরে স্ত্রীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে উঠলে এলাকাবাসী জড়ো হয়ে ওঠে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যতা সৃষ্টি করেছে।

নিহতের স্বামী আব্দুল সামাদ জানান, আমার স্ত্রীকে শনিবার সকালে বাসায় একা রেখে আমি ব্যবসার কাজে খোলামোড়া বাজারে যাই। বাসায় ফেরার আগে অনেক বার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি। এরপর রাতে বাসায় ফিরে দেখি আমার স্ত্রীর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। আমি এ নির্মম হত্যার বিচার চাই।

কেরানীগঞ্জ মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, হত্যার ঘটনাটি সত্য। এর সুষ্ঠ তদন্ত চলছে। দ্রুত হত্যাকান্ডে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host