কেরানীগঞ্জে গ্যাস লিকেজের আগুনের দগ্ধ আরো একজনের মৃত্যু
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল জেলে পাড়া এলাকার গ্যাস লিকেজ থেকে দগ্ধ ছয় জনের মধ্যে শাহাদাত (২০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হল। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬০২ নম্বর ওয়ার্ডে হাইডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছে চিকিৎসক।
মৃত্যুর ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করলেও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের কাছে এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের দগ্ধ হওয়ার পর অগ্নিদগ্ধ ছয় জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে ঐ দিনই চিকিৎসাধীন অবস্থায় শিশু মরিয়মের (৮) মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলো মোছা. বেগম (৬০), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২),ও ইদুনী বেগম (৫০)
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com