সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে গ্রাম পুলিশ আটক করল নকল প্রসাধনী ভর্তি ভ্যানগাড়ী।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে নকল প্রসাধনী কারখানা থেকে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ভ্যানগাড়ি ভর্তি নকল প্রসাধনী গ্রাম পুলিশ আটক করলে, উপজেলার মাধ্যমে জব্দকৃত মালামাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার(২২শে আগষ্ট) সকাল সাড়ে ছয়টায় উপজেলার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া বাদশা মিয়ার দোকানের সামনে থেকে নকল প্রসাধনী বোঝাই ভ্যান গাড়িটি আটক করে স্থানীয় গ্রাম পুলিশ।
শাক্তা ইউনিয়ন ৫নং ওয়ার্ড গ্রাম পুলিশ শফিক মিয়া জানান, আমি ডিউটিরত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। এমন সময় রাস্তা দিয়ে ভ্যান গাড়ি যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশি চালিয়ে নকল প্রসাধনী দেখতে পাই। তাৎক্ষণিক ড্রাইভার সহ ভ্যান গাড়িটি আটক করলে কৌশলে ড্রাইভার পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করেন।
জানা যায়, জব্দকৃত নকল প্রসাধনীর মালিক রজ্জব মিয়া, তিনি পুরাতন ভাড়ালিয়া গ্রামের বাসিন্দা। বেশ কয়েক বছর যাবত নিজ বাড়িতে কারখানায় স্থাপন করে বিএসটিআই এর অনুমতি ছাড়া নিম্নমান ও ভারতীয় বিভিন্ন নামি দামি কোম্পানির পণ্য নকল উৎপাদন করে রাজধানীর চকবাজার সহ বিভিন্ন মার্কেটে বিক্রি করছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।