রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ উত্তরা হতে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ৪৮ ঘন্টার মধ্যে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকা হতে উদ্ধার করেছে র‌্যাব-১০। কেরানীগঞ্জে দিনে-দুপুরে বসতবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। কেরানীগঞ্জে হেরোইন ব্যবসায়ী রগকাটা মুন্না ডিবির হাতে গ্রেফতার। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আলাউদ্দিন @ চৌধুনী গ্রেফতার করেছে র‌্যাব-১০। কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন। কালিয়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১জন। আজকের রাত পবিত্র শবে বরাত পালিত হবে। সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর কন্যা’র শুভ বিবাহ সম্পন্ন। মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন, এস আই আবুল কালাম আজাদ। বিরামপুরে আরডিআরএস এর সরকারি সেবা সংক্রান্ত কর্মশালা

কেরানীগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ বাদশা (৩৮) ’কে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ বাদশা (৩৮) ’কে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

কেরাণীগঞ্জ মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) আবুল কালাম আজাদ গত ২৯/১২/২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ০০.০৫ কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় স্পেশাল নাইট ডিউটি করা কালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে, কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউপিস্থ বনসতা চনবড়ী ক্লাব মাঠে ডাকাত সন্দেহে অজ্ঞাতনামা পুরুষ (৩৫) কে এলাকাবাসী গণপিটুনি দিয়ে গুরুতর জখম করেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য একই তারিখ রাত ০০:১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে অজ্ঞাতনামা পুরুষ (৩৫) কে মাথার বাম পাশ সহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে ফেলে রাখা হয়েছে। তখন সে উক্ত অজ্ঞাতনামা পুরুষ (৩৫) কে গুরুতর রক্তাক্ত জখম  অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় এসআই(নিঃ) আবুল কালাম আজাদ বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৪, তারিখ-৩০/১২/২০২৩ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে এই ঘটনায় জড়িত আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত হত্যাকান্ডের ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৮/০১/২০২৫ তারিখ রাত আনুমানিক ১৮:৩০ ঘটিকায় র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এই হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মোঃ বাদশা (৩৮), পিতা- মোঃ রবি, সাং- বনসতা চনবড়ী, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host