কেরানীগঞ্জে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুনে ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায়, সাহারা কমিউনিটি সেন্টারের সামনে ,চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দোকানের কর্মচারীসহ ৫জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার (১১ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় দগ্ধ হন দোকানের কর্মচারী মো. হানিফ (২৫), পাশের ফল দোকানী মো. রফিকুল ইসলাম (২৮) ও ভ্যান চালক মোঃ মাসুম (৩৫)। ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে এলাকাবাসী। পরে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার আলম টি স্টোর নামের ফুটপাতের একটি চায়ের দোকানে সিলিন্ডার পরিবর্তন করতে গিয়ে গ্যাস ভরা সিলিন্ডারটিতে আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে পাশের একটি আমের দোকানে। এসময় দোকানে বসে চা খাওয়া অবস্থায় আরো অজ্ঞাত দুজন আহত হয়।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল আসে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা মিলে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ওই চা দোকানের ১০ ফুট পিছনে রয়েছে এলজি বাটার ফ্লাই নামের একটি শো রুম। সে শোরুমে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রন করতে পারে বলে জানান স্থানীয়রা। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যানবরকত উল্লাহ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি স্থানীরা মিলে আগুন নিভিয়ে ফেলেছে। এখানে এসে জানতে পারি যে আগুনের কারনে পাঁচজন আহত হয়েছেন। তবে চা দোকানের তেমন বেশী কিছু ক্ষতি হয়নি।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com