বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে জমি জমা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক জন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জ জমি জমা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সজীব (২৫) নামে এক যুবক নিহত এবং নারী ও পুরুষসহ অন্তত দশজন আহত হয়েছে। সংঘর্ষের পর স্থানীয় নিহত সজীব সহ আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় পুলিশ মামুনসহ কয়েকজনকে আটক করেছে।
সোমবার(৮মে) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের কলমারচর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কলমারচর এলাকায় ফরিদউদ্দীন,আ: মান্নান, মোনায়েম হোসেন, লিসা আফরিন ও সাবরিনা ইয়াসমিনের সাথে স্থানীয় ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা শামসুল আলমের সাথে ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ ছিল। আজ সকালে ফরিদউদ্দিন গং বেশ কয়েকজন শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে শামসুল আলম ও তার ছেলে মামুন সহ বেশ কয়েকজন তাদেরকে বাধা প্রদান করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে ফরিদ উদ্দিন পক্ষের সজীব ধারালো অস্থির লাগাতে ঘটনাস্থলে নিহত এবং আরো চারজন গুরুতর জখম হয়।
ঘটনা প্রসঙ্গে ফরিদ উদ্দিন বলেন, কিছু দিন স্থানীয় শাহাবুদ্দিনের কাছ থেকে জমিটি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ করে জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছিল। সাইনবোর্ড লাগানোর পর শামসুল আলম ও তার সহযোগীরা সাইনবোর্ড ফেলে দেয়। এ নিয়ে আদালতে একটি মামলা করলে বিজ্ঞ আদালত সেখানে ১৪৫ ধারা জারি করে। আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে আজকে শামসুল আলম ও তার ছেলে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাদের উপর হামলা করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সন্দেহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।