কেরানীগঞ্জে জাল টাকা তৈরীর সরঞ্জামাদিসহ নারী আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকা থেকে জাল টাকা তৈরীর সরঞ্জামাদি ও বিপুল পরিমাণ টাকাসহ কবিতা আক্তার রুমা (৩০) নামে এক নারীকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার গভীর রাতে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার নৃতৃত্বে অমৃতপুর এলাকায় হাজী ফরিদ উদ্দিনের ভাড়াটিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা তৈরীর মুল হোতা ওই নারী স্বামী মোঃ মিনার (৪৪) পালিয়ে যায়। এসময় ওই নারীর রুম থেকে জাল টাকার তৈরীর সরঞ্জামাদি ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান এই দম্পতি দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে আসছে। এই টাকা ব্রোকারদের মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে। জাল টাকা তৈরির মূল হোতা মিনার কে আমরা আটক করতে পারিনি তবে আশা করছি অতি শীঘ্রই আমরা তাকে আটক করতে সক্ষম হব। তিনি আরো জানান ওই নারী মুন্সীগঞ্জ জেলা সদরের বাসিন্দা। এর আগেও তারা বিভিন্ন এলাকায় এ ধরনের জাল টাকা তৈরির কারখানা স্থাপন করেছিল। ধরা পড়ে যাওয়ার ভয় তারা ঘনঘন স্থান পরিবর্তন করতো।
আটককৃত নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com