কেরানীগঞ্জে তেলঘাট এলাকায় ভুয়া সাংবাদিক আটক ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে এসে মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ নামে দুই প্রতারক আটক।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি অবৈধ ডেন্টাল ক্লিনিকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে এসে মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ নামে দুই প্রতারক জনতার হাতে আটক হয়েছে। পরবর্তীতে তাদেরকে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নিয়েছে। আটক শুভ ও কিরণ দুজনেই রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ অলিনগর এলাকায় সেবা ডেন্টাল ক্লিনিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চরকালিগঞ্জ এলাকায় দুলাল ব্যাপারী টাওয়ারের নিচ তলায় সেবা ডেন্টাল ক্লিনিক নামে কোন প্রকার কাগজপত্র ও বিডিএস ডাক্তার বিহীন ডেন্টাল ক্লিনিক পরিচালিত হচ্ছে। এমন খবর পেয়ে তারা একজন ম্যাজিস্ট্রেট ও একজন সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধ ক্লিনিকের মালিকের কাছে প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চায়। এ সময় প্রতিষ্ঠানের কোন কাগজ না থাকায় তারা প্রতিষ্ঠানের কাগজপত্র করিয়ে দিবে বলে টাকা দাবি করে।তবে আটক দুইজন বিষয়টি অস্বীকার করে বলেন,মালিক নিজেই তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে।
প্রতিষ্ঠানের মালিক বিজয় কুমার জানান আমি ক্লিনিকে বসে রোগী দেখছিলাম এমন সময় তারা দুজনে এসে একজন ম্যাজিস্ট্রেট ও একজন সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে কাগজপত্র দেখতে চায় এবং তারা আগে এ ধরনের অনেক অভিযান করেছে এমন বেশ কিছু ছবি আমাকে দেখায়। পরে আমার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে ভয় দেখিয়ে ৫০০০ টাকা নিয়ে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক আমি ক্লিনিকের বাইরে গিয়ে আশপাশের দোকানদারদেরকে জানালে ওই দুজনকে আটক করে পরিচয় জানতে চাইলে পরবর্তীতে তারা ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমাণিত হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই পীযূষ কুমার জানান, স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন করে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়ে এসেছি। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিকের বড় ভাই অজয় কুমার বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com