শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে নিবন্ধন-লাইসেন্স বিহীন হোটেল ও রেস্টুরেন্টে ৫০হাজার টাকা জরিমানা,
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা জেলা প্রসাশনের নির্দেশে দক্ষিন কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টকে নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(২২সেপ্টেম্বর)কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি অভিযান চালিয়ে এই জরিমানা করেন।নিবন্ধন ও লাইসেন্স না থাকার অপরাধে তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ১২টি হোটেল এন্ড রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় নিবার্হী ম্যাজিস্ট্রেট বলেন,ঢাকা জেলায় নিবন্ধন লাইসেন্স বিহীন যত হোটেল ও রেস্টুরেন্ট আছে তাদের বিরুদ্ধে ঢাকা জেলা প্রসাশকের নির্দেশে ১২টি হোটেল ও রেস্টুরেন্ট মালিককে জরিমানা ও নিবন্ধন-লাইসেন্স ফরম বিতরন করেছি।
তিনি আরো বলেন,যারা নিবন্ধন ও লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।