শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে র্্যালি অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে’ সামনে রেখে কেরানীগঞ্জে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২৩।
আজ ০৪ নভেম্বর (শনিবার) বিকেলে কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ দক্ষিণ থানা ও কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সেল এর আয়োজন বর্ণাঢ্য র্্যার্লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ,ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান
দক্ষিন বিভাগ ( কেরানীগঞ্জ) ঢাকা জেলা ,ট্রাফিক ঢাকা রেঞ্জের অফিসার্স ইনচার্জ মোঃ জাকির হোসেন , দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সরজিৎ কুমার দাস, মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান মুন্সি সহ দুই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মামুন অর রশিদ বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমরা মনে করি সরকারি কার্যবিধিতে জনগণের সামনে যদি কোন অপরাধ সংগঠিত হয় তাহলে জনগণই পুলিশের ভূমিকা উপনিত হয়ে অপরাধীকে আটক ও দায়িত্ব পালন করতে পারবে। আমাদের লক্ষ্য হলো সমাজের সকল মানুষের নিরাপত্তা। সমাজে অনুকরণীয় অপরাধগুলো যেমন সন্ত্রাস, জঙ্গি , মাদক,ছিনতাই, ডাকাতি, নারীসংগঠিত যে অপরাধ সংগঠিত হয় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে এ সকল অপরাধ কমে এসেছে। তাই সমাজের প্রতিটি মানুষ এ জাতিয় অপরাধ ধমনে কমিউনিটি পুলিশের ভূমিকা পালন করতে পারবে।
এসময় ঢাকা জেলা দক্ষিণ বিভাগ টিআই মোঃ জাকির হোসেন বলেন, পুলিশ রাস্তায় সঠিক ভাবে দায়িত্ব পালন করায় সড়কের যানজট কমে এসেছে। আপনাদের জানমালের নিরাপত্তা দেয়া জঙ্গি, সন্ত্রাস, ডাকাতি ও ছিনতাই অপরাধীদের দমন করায় আমাদের সমাজে অপরাধ কমে এসেছে। তিনি জনগনকে কমিউনিটি পুলিশের ভূমিকা পালন করায় ধন্যবাদ জানান। সামনে দিনগুলোতে সহযোগিতা কামনা করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সকল পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।