ঢাকার কেরানীগঞ্জে পুলিশ পরিচয় স্বর্ণের বার ছিনতাই করা চক্রের লালবাগ থানার এক জন পুলিশ সদস্য সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
এ ঘটনায় ৫১ ভরি স্বর্ণ নগদ ১৫লক্ষ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সোমবার দুপুর ১২ঃ০০ টায় তার ঢাকা জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সমস্ত তথ্য জানান।
ঘটনা বিবরণে তিনি জানান, গত ২রা আগস্ট কেরানীগঞ্জের মডেল থানাধীন জনি টাওয়ার এলাকা থেকে মানিকগঞ্জ স্বর্ণ ব্যবসায়ী বরুন ঘোষকে পুলিশ পরিচয় মাইক্রোবাসে তুলে নেয়া হয়। পরে তার কাছ থেকে আটটি স্বর্ণের বার অনুরোধ তিন হাজার টাকা লুটে নিয়ে তাকে নির্জন স্থানে ফেলে চলে যায় ছিনতাই গাড়ি চক্র। এ ঘটনায় ক্যানিং মডেল থানায় মামলা দায়ের করা হলে ঘটনা তদন্তে সিসি ফুটে সংগ্রহ করে প্রথমে মাইক্রোবাসের ড্রাইভার সহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। এরপর তার মাইক্রোবাসের ড্রাইভার এর দেওয়া শিকার উক্তি অনুযায়ী একে একে চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com