সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ফুটপাত দখলদারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাদিন জিনজিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফ্যামিলি শপিং মল থেকে জিনজিরা ফেরিঘাট হয়ে নদীর পাড়ের থানাঘাট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এর আগে জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর কার্যালয়ে ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত অফিসার মোহাম্মদ মামুন অর-রশিদ পিপিএম, অফিসার ইনচার্জ, কেরাণীগঞ্জ মডেল থানা, ঢাকা জেলা। মতবিনিময় করেন।
পরে চেয়ারম্যান অফিসে ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তার দু’পাশের ফুটপাত দখল করা প্রায় শতাধিক অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করেন।
এ সময় মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর-রশিদ, ফুটপাত দখলদারীদের উদ্দেশ্যে বলেন, রাস্তার ফুটপাত জনগণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এখানে অবৈধ দোকান স্থাপন করে চলাচলে বিঘ্ন করার কোন সুযোগ নেই। আজকে দোকানপাট উচ্ছেদ করে সবাইকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে, যাতে কেউ ফুটপাতে দখল করে দোকানপাট স্থাপন না করে। পরবর্তীতে আবারো কেউ ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক আহমেদ, মডেল থানার পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান, ইউপি সদস্য অহিদুল ইসলাম রাসেল, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন সাকু,রায়হান উদ্দিনসহ সংরক্ষিত মহিলা মেম্বার গন উপস্থিত ছিলেন।