কেরানীগঞ্জে ফেনসিডিল সহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জে ১৩৬ (একশত ছত্রিশ ) বোতল ফেনসিডিল সহ ০৪(চার) মাদক ব্যবসায়ী গ্রেফতার।।
কেরানীগঞ্জ মডেল থানার, এসআই/আজাদ, এএসআই/ আল আমিন খন্দকার ও সঙ্গীয় ফোর্সসহ গত ই ১০/০৪/২০২৩ তারিখ বিকালে, অতিরিক্ত পুলিশ সুপার(কেরানীগঞ্জ সার্কেল) মোঃ শাহাবউদ্দিন কবীর মহোদয়ের দিকনির্দেশনা ও কেরানীগঞ্জ মডেল থানার অপারেশন ওসি আশিকুর রহমান স্যারের নেতৃত্বে, কেরানীগঞ্জ মডেল থানাধীন লছমনগঞ্জ এলাকার সাচ্চু ওরফে গোগার ৫ম তলা বিল্ডিং এর নিচ তলার আসামী রুবির ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে, মাদক ব্যবসায়ী ১। পিয়ারী বেগম(৫১), স্বামী-মৃত- আলমগীর হোসেন, সাং নয়াপুর বাজারস্থ পোড়া বাচ্চুর বাড়ী সংলগ্ন, থানা-সোনারগাঁ, জেলা-নারায়গঞ্জ, ০২। রুবি বেগম(৩৫), পিতা- আব্দুর রহমান হাওলাদার, সাং-পাতারহাট, থানা-মেহেদীগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি- লছমনগঞ্জ সাচ্চু ওরফে গোগার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা(ভাসমান), ০৩। মোঃ তাইজুল ইসলাম পিলু(৩৫), পিতা-তফছের আলী, সাং-গকুল, থানা ও জেলা-বগুড়া, এ/পি-পাথরঘাটা রাজু মিস্ত্রীর বাড়ীর পাশ্বে, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সীগঞ্জ(ভাসমান), ০৪। লিটন ওরফে রিপন(৩২), পিতা- মান্নান রাড়ী, সাং-রামভদ্রপুর, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুরদের দখল হইতে ১৩৬ (একশত ছত্রিশ) বোতল ফেনসিডিলসহ আটক করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com