মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
ঢাকার কেরানীগঞ্জের বিআরটিএ ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫৩ জন দালালকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্টেট মাজহারুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্টেট আশা আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্প স্কোয়াড কমান্ডার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পাসপোর্ট অফিস থেকে ১৭ জনের মধ্যে ৮জনকে ১মাস, ৭জনকে ২মাস ও ১জনকে ১৫দিন করে কারাদণ্ড প্রদান এবং ১জনকে ৫হাজার টাকা অর্থদন্ড করেন। এছাড়াও বিআরটিএ অফিস থেকে ৩৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ডে দন্ডিত করা হয়।