কেরানীগঞ্জে বিআরটিএ তে অভিযান চালিয়ে ৩ জনকে জেল-জরিমানা।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ৩ সদস্য কে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬জুন) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক তিন জনের মধ্যে শাহাদাৎ হোসেন (২৬) কে ৭ দিন এবং মোঃ রানা(২৮) কে ১৫ দিন করে কারাদণ্ড দেয় আদালত। অপর দালাল জিসান(২২) কে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে। চক্রটি বিআরটিএ অফিসে সেবা নিতে যাওয়া মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com