কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ, আটক ৩।
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করেছে র্যাব। এসময় মাইক্রোবাসের চালকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক বরে র্যাব সদস্যরা। আটককৃতরা হলেন,মো. কামরুল হাসান @ রবিন (২৯), মো. ফারাবী ইসলাম (২৫) ও গাড়ি চালক মো. সেলিম মোল্লা (৩৫)।
জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করার সময় একটি মাইক্রোবাসের ভেতর থেকে ৩৯৬ (তিনশত ছিয়ানব্বই) বোতল ফেনসিডিল,মাদক বহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ ও ৫টি মোবাইল ফোন এবং নগদ ১১হাজার টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা হবে বলে জানায় র্যাব-১০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে বলে জানায় র্যাব সদস্যরা। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলেও জানায় র্যাব।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com