কেরানীগঞ্জে মাদকের অপব্যবহার রোধে কর্মশালা।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কেরানীগঞ্জে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় আজ ৮ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা হলরুমে এ কর্মশালার আয়োজন করেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিন) সহকারী কমিশনার(ভূমি) আমেনা মারজানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোঃ বাহাউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মুনছুর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা প্রমুখ। কর্মশালায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়েতোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com