বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের সদস্য র্যাব- ১০হাতে আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ,
গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলসহ গাড়ি চোর চক্রের একজন সক্রিয় সদস্য কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) ।
র্যাব- ১০মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আজ (১০ই আগস্ট) বিকেল চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ব্লু কালারের একটি ইয়ামাহা (R-15) ব্রান্ডের মোটর সাইকেলসহ মোঃ আরিফুল ইসলাম (৩২)কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার কাছে গাড়ির কাগজপত্র চাইলে সে তা দেখাতে ব্যর্থ হয় এবং গাড়িটি চোরাই গাড়ি বলে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একটি গাড়ি চোর চক্রের সদস্য এবং প্রায়ই এই ধরণের চোরাই গাড়ি ক্রয় করে ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।