কেরানীগঞ্জে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত ঢাকা জেলা পুলিশ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকায় বিএনপির সমাবেশ ও জাতীয় বিজয় দিবসে যে কোন ধরনের নাশকতা থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা জেলা পুলিশ।
দক্ষিণাঞ্চল থেকে ঢাকার প্রবেশদ্বার কেরানীগঞ্জের কদমতলী ও পোস্তগোলা ব্রিজের ইকুরিয়াসহ বিভিন্ন এলাকায় পাহারা বসানো হয়েছে। সেইসাথে বুড়িগঙ্গা নদীতে নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ নৌ-টহল জোরদার করা হয়েছে।
শাহাবুদ্দিন কবীর, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে কেরানীগঞ্জের কদমতলী জনি টাওয়ার সহ বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। এই সময় শাহাবুদ্দিন কবীর জানান বিএনপি'র সমাবেশ ও জাতীয় দিবস কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ঢাকা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত জনগণের নিরাপত্তা ব্যবস্থার জন্যে মাঠে থাকবে পুলিশ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com