কেরানীগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২ জন
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। তাদের দুজনেরই বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে।র্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
সোমবার রাত দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ দুই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের বুকে গুলির চিহ্ন রয়েছে।
র্যাব-১০ সূত্র জানায়, গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। কয়েক রাউন্ড গুলিবিনিময় পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকাল ১০টায় থানার একজন পুলিশ অফিসারকে তথ্য সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত জানানো হবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com