কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন।
নিজস্ব প্রতিবেদক।কেরানীগঞ্জ (ঢাক)
ঢাকার কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার বৃদ্ধ মা হাজী আয়েশা বেগম। আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ ১ নং বাড়ির রোডে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী আয়শা বেগম জানান, তার ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদ একজন প্রতিষ্ঠিত লঞ্চ ব্যবসায়ী। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। কে বা কারা রাজধানী ঢাকার ধানমন্ডি থানায় তার ছেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় আমার ছেলেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য ও সাবেক মেয়র তাপসের অস্ত্রধারী ক্যাডার হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় তারা হতবাক। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা অপর একটি মামলায় এজাহারে তার ছেলের নাম না থাকা সত্ত্বেও ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব গায়েবি মামলায় তারা হতবাক। এসব মামলায় তার ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদ এখন জেল হাজতে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব গায়েবি মামলার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম জাহিদের বড় ভাই রাসেল মেলকার, বড় বোন ওয়াহিদা পারভিন, মেজ ভাবি অপু আক্তার প্রমূখ।
কেরানীগঞ্জ- ঢাকা
১৮-০১-২০২৫
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com